Posts

Showing posts with the label Life

B-43# জীবন যুদ্ধ

Image
                            জীবন যুদ্ধ যেটাই তোমায় ভাবতে শেখায় , সেটাই আজ লিখে ফেলো ভাই,  জীবন যদি ভাবতে শেখায়, লেখায় সেটা পূর্ণতা পায়। সংকল্প এক গভীরের চাওয়া,  আত্মস্থ কোরো সেটা বিশ্বাসের জোরে  পাওয়া,  তপাও নিজেকে আরো বেশি করে, যেমন  স্যাঁকরা যে রূপ গড়ে। উপহাসিত হলে করো সে যতন , সাফল্যেও তুমি ভেবো তাঁকেও রতন,  উচ্ছাসে তা কোরো না প্রকাশ, যা লিখেছিলে এটাই তার পূর্ণতার পরিপূর্ণ বিকাশ। ভাবো শুধু ভাবো, আরো কিছু ভাবো, এখানেই নয় সে ভাবনার শেষ,  তোমার ভাবনায় আরো কিছু পাবে, মিলাবে তোমাকে না পাওয়ার সে রেশ। কেন এ জীবন, কিছু তো আছে, এলাম গেলাম অনুতাপ রেখো না সে পাছে,  পূর্ণ কোরো সে অপূর্ণ গুলো,  এখনো ছেড়ো না আশা, হয় না যেন মিছে।   

B-31#খেলা_(TRAGEDY OF LIFE)

Image
                                                                                                                                 খেলা এই তো কদিন জীবনের খেলা, খেলতে খেলতে ফুরায়ে আসে বেলা। ক্লান্ত আজও ,পারিনা কেন ভুলতে, স্মৃতিগুলোর ইতি টেনে নতুন করে ভাবতে। আর কতদিন চলবে এ খেলা, হারাতে বসেছি আজ চেনা যত ভেলা। সম্পর্কের ছেদ সে তো  শুরু বহু আগে,  ঈশ্বর তুমি শক্তি দিও, আর নিও নাকো আগে ভাগে।

B-30#ইচ্ছে_DESIRE

Image
                                                                        ইচ্ছে বেলা গড়িয়ে সন্ধ্যে এলো নেমে, রাত্রি গড়িয়ে এসেছে যে  ভোর,  নতুন করে গড়বো যে আবার,  খুলতে  হবে চলার সে ডোর।  জীবনটা যেন শুধু কর্তব্য শেখায়, ফুরোতেই যেন তেরোভূতে খায়,  আশা রেখো তাই অনেক বড়,  স্বপ্ন গুলোকে শুধু পূরণ কোরো। প্রতিকূলতার  ঝড় আসবে যেদিন  নিতে,  বুক পেতে বোলো, সময় হয়নি আজও  যে যেতে। অধরা সেই কাজ গুলো, পূর্ণতা পাক কলস ভরে,  মানব জন্ম পাবো একবারই ,  ইচ্ছে গুলোকে  কেন রাখি দূরে।

B-28#আমি

Image
                          আমি  আমি এক সাদামাটা মনের গভীরে  সুপ্তপ্রায় এক আগ্নেয়গিরির লাভা , যে আজও স্বপ্ন দেখে,বেরিয়ে আসুক মনের সে চাওয়ার,  বহু আকাঙ্খিত হয়তো বা সেটা ছিল,  লুপ্তপ্রায় হয়ে এক অজানা  প্রতিভা। চলার পথে হাত ধরেছি, বোঝাতে চেয়েছি আমি আজও  আছি, আপোস করেছি চাওয়া পাওয়ার কাছে, হার মানিনি আজও অন্যায়ের কাছে । মনের শিশুকে আজও করি লালন, হারাতে চাই না আজও  সন্তর্পনে করি তারে,  আজও এক অবারিত পালন। ভয় হয় এক প্রতিশ্রুতির কাছে, উত্থানেও যেন পিছু না ভুলি,যা ছিল মনের মাঝে,  অনেক পেয়েছি, অনেক নিয়েছি  ক্ষোভ নেই বুঝি আর, কিছুই তো পারিনি দিতে মন চাই, জানি "শুধু  তুমি আছো আমি আছি আর"। জানি একদিন শিথিল ও হবে, কেউ আগে বা কেউ পরে যাবে, সেদিন একলা, বসে কোনো এক বেলা,তুমি বা আমি স্মৃতিতে কুড়োবো,  হারিয়ে যাওয়া সেই মিষ্টি তেঁতোর,কি সাদামাটা ছিল ঐ বাঁধন বেলা। 24.08.2020